রাজনীতিক দলের কথায় কাজ করবে না ইসি

বাঙালী কণ্ঠ নিউজঃ নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক দলের কথায় কাজ করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ইসি জনগণের চাওয়ার কথা মাথায় রেখে কাজ করবে বলেও জানান তিনি।

রোববার সকালে নির্বাচন কমিশন ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে গুরুত্বারোপ করে নুরুল হুদা বলেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ। নির্বাচন কমিশনকে ধীরে ধীরে ইভিএম ব্যবহারের দিক যেতে হবে।

এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিকটি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে। একইসঙ্গে তিনি জনগণের চাওয়া বুঝে কাজ করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর