সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হচ্ছেন ২৪০ জন

বাঙালী কণ্ঠ নিউজঃ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৪০ উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে (গ্রেড-১১) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (গ্রেড-১০) পদে পদোন্নতির সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত ২১ অক্টোবর পদোন্নতির সুপারিশ পিএসসি থেকে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে গত ১৯ আগস্ট কৃষি মন্ত্রণালয় ২৪৭ শূন্য পদে নিয়োগের জন্য পিএসসির কাছে প্রস্তাব পাঠায়। পিএসসি কাগজপত্র ও তথ্যাবলী যাচাই-বাছাই করে ২৪০টি পদে নিয়োগের সুপারিশ করেছে। তবে সাত উপ-সহকারী কৃষি কর্মকর্তার শর্ত পূরণ না হওয়ায় পিএসসি তাদের পদোন্নতির সুপারিশ করেনি। সাতজনের প্রস্তাব আবার পাঠানোর অনুরোধ জানিয়েছে পিএসসি।

পদোন্নতির পদটি জাতীয় বেতন স্কেলের দশম গ্রেড (আগের দ্বিতীয় শ্রেণি) হওয়ায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদোন্নতি দিতে পারে না। এ ক্ষেত্রে পিএসসির সুপারিশের ভিত্তিতে পদোন্নতি দেয়া হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর