প্রধান বিচারপতির দায়িত্বে ইমান আলী

বাঙালী কণ্ঠ নিউজঃ শনিবার (২৪ নভেম্বর) থেকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় সক্রিয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।’

এদিকে আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে জানা যায়, আগামীকাল রোববারের (২৫ নভেম্বর) জন্য প্রকাশিত মামলার কার্যতালিকায় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর