ঝিনাইগাতীতে ৩৫ ভাগ নারী ও শিশু পুষ্টিহীনতায় ভুগছে

বাঙালী কণ্ঠ নিউজঃ ঝিনাইগাতী উপজেলায় ৩৫ ভাগ নারী ও শিশু পুষ্টিহীনতায় ভুগছে। এসব পুষ্টিহীন নারী ও শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অনেক শিশু পুষ্টিহীনতায় পঙ্গুত্ব বরণ করছে।

গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত শেরপুরের সীমান্তবর্তী অবহেলিত জনপদ ঝিনাইগাতী উপজেলা।

৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ২৩১ বর্গকিলোমিটার আয়তনের ঝিনাইগাতী উপজেলায় চলতি বছরে সরকারি হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৯২৩ জন। তন্মধ্যে শিশুসহ মোট পুরুষের সংখ্যা ৮৯ হাজার ৩৫৪ জন। শিশুসহ মোট মহিলার সংখ্যা ৮৭ হাজার ৫২৯ জন।

ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির জানান, এ উপজেলার শতকরা ৭০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। ৩০ ভাগ মানুষ দিনমজুর ও দারিদ্র্য সীমার নিচে বাস করে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর