জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

বাঙালী কণ্ঠ নিউজঃ ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে ১৯ জানুয়ারি ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে দলের নেতাকর্মীদের ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এছাড়া জন্মবার্ষিকীর আগের দিন শুক্রবার বেলা আড়াইটায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।

জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রকাশিত হবে ক্রোড়পত্র। কেন্দ্রের পাশাপাশি সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর