দেশের মানুষ যেন সেবা নিতে এসে কোনো রকম হয়রানির না : পুলিশকে রাষ্ট্রপতি

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশের মানুষ যেন সেবা নিতে এসে কোনো রকম হয়রানির শিকার না নয়, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পুলিশকে ‘সেবাধর্মী ও জনবান্ধব’ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

পুলিশ সপ্তাহের তৃতীয় দিন বুধবার বঙ্গভবনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যান রাষ্ট্রপ্রধানের কাছে। এ সময় তিনি বলেন, ‘আপনাদের নিকট সেবা নিতে আসা কোনো মানুষই যেন হয়রানির শিকার না হয় এবং প্রয়োজনীয় আইনগত সেবা ও পরামর্শ পায় সেদিকে সবিশেষ গুরুত্ব দিতে হবে।’

‘জনগণের আস্থা অর্জন করে আপনারা পুলিশকে একটি সেবাধর্মী ও জনবান্ধব সার্ভিসে পরিণত করতে সর্বদা সচেষ্ট থাকবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা।’

জাতীয় নির্বাচন ‘সুষ্ঠু’ করতে, সন্ত্রাস, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকার প্রশংসাও করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আপনাদের এ সাফল্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা আরও প্রশিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে উঠবেন।’

আধুনিক দুনিয়ায় অপরাধেরও ধরণ পাল্টেছে উল্লেখ করে এগুলোর মোকাবেলায় পুলিশকেও প্রশিক্ষিত হওয়ার তাগিদ দেন আবদুল হামিদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীও এ সময় উপস্থিত ছিলেন।

গত সোমবার পুলিশ সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পুলিশকে জনবান্ধব হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, পুলিশকে জনগণ যেন ভয় না পায়। পরদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে পুলিশ কর্মকর্তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর