ক্যাবল ছাড়াই মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার

বাঙালী কণ্ঠ নিউজঃ অ্যান্ড্রয়েড ফোন থেকে কম্পিউটারে কোনো ফাইল ট্রান্সফার করতে আমরা সচরাচর ডাটা ক্যাবল বা ব্লুটুথ ব্যবহার করে থাকি।

তবে আপনি চাইলে কোনো ক্যাবল সংযোগের ঝামেলা ছাড়াই আপনার মোবাইলের সব কন্টেন্ট কম্পিউটারে ট্রান্সফার করতে পারেন। আশ্চর্য শোনালেও, মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে ইউএসবি ক্যাবল ছাড়াই অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়।

অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

* প্রথমে গুগল প্লেস্টোর থেকে একটি ফাইল ম্যানেজার অ্যাপ ডাউনলোড করুন, যার মাধ্যমে ইএস ফাইল এক্সপ্লোরার বা এমএক্স ফাইল এক্সপ্লোরারের মতো এফটিপি ফাইল ট্রান্সফার করা যায়।

* ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি খুলুন এবং ‘ভিউ অন পিসি’ বা ‘এফটিপি’ অপশনটি খুঁজুন।

* এবার আপনার ফোন এবং কম্পিউটার উভয়ই একই ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযুক্ত কিনা তা নিশ্চিত করুন।

* এখন, অ্যাপটিতে এফটিপি ট্রান্সফার অ্যাক্টিভেট করুন।

* এরপর, আপনার কম্পিউটারে ‘দিজ পিসি’ অপশনটিতে যান।

* উইন্ডোটির উপরের অংশ থেকে ‘অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন’ অপশনে ক্লিক করুন।

* তারপর ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।

* এবার ফাইল ম্যানেজার অ্যাপ থেকে নেটওয়ার্ক ইউআরএলটি যুক্ত করুন (উদাহারণ ftp://10.135.190:3732)।

* ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন অথবা ‘লগঅন অ্যানোনিমাসলি’ অপশনটি নির্বাচন করুন।

* এখন নেটওয়ার্ক ড্রাইভটির নাম লিখুন এবং ‘নেক্সট’ ক্লিক করুন।

* প্রক্রিয়াটি সম্পন্ন করতে ‘ফিনিশ’ বাটনটিতে ক্লিক করুন।

* এবার আপনার পিসিতে ফিরে যান এবং ড্রাইভটি খুঁজে বের করুন।

* ড্রাইভ খুলতে তার উপর ডাবল ক্লিক করুন।

তথ্যসূত্র : গ্যাজেটস নাউ

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর