গুণ্ডা, মাস্তান, চাঁদাবাজরা যুবলীগে থাকতে পারবে না: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, গুণ্ডা, মাস্তান, চাঁদাবাজরা যুবলীগে থাকতে পারবে না। তিনি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আজ শুক্রবার ঈশ্বরদীর পাকশি রেলওয়ে মাঠে বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তেমনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হিংসা-বিদ্বেষ ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

তিনি যুবকদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা যুবকদের অসৎ কাজ থেকে বিরত রেখে সুসংগঠিত করবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, চান্না মন্ডল, পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হকবুল, সাধারণ সম্পাদক বাবু মন্ডল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রশিদুল্লাহ, গোলজার হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর