নারায়ণগঞ্জ বিএনপির নেতারা নির্বাচনে অংশ নিতে চায়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আনুষ্ঠানিক ভাবে এ সিদ্ধান্ত না জানালেও নেতারা এমন আভাস দিয়েছেন। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত আসতে পারে।

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ নভেম্বর। এবারই প্রথম দলীয় পরিচয় ও প্রতীকে এ করপোরেশনে নির্বাচন হবে।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা বিএনপির নেতারাও নির্বাচনে অংশ নিতে চাইছেন। জেলা ও মহানগরের তিন-চারজন বিএনপি নেতা ইতিমধ্যেই হাইকমান্ডকে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। অনানুষ্ঠানিক গণসংযোগও শুরু করেছেন।

অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের মতো নারায়ণগঞ্জেও অংশ নেওয়ার আভাস দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘অতীতে সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। আগামী কয়েক দিনের মধ্যে নারায়ণগঞ্জের ব্যাপারেও দলীয় হাইকমান্ড একই সিদ্ধান্ত নিতে পারে।’

বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটি ও দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে ইসিকে শক্তিশালী করতে বিএনপির প্রণীত রূপরেখা অনুমোদন পাবে। শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে এ রূপরেখা তুলে ধরবেন।

বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান  বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনেই আমরা অংশ নিয়েছি। নারায়ণগঞ্জের ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিএনপি নেতারা বলছেন, জয় ছিনতাইয়ের শতভাগ আশঙ্কা থাকার পরও বিএনপি নির্বাচনে যাবে। কারণ এতে আবারও প্রমাণিত হবে, বর্তমান সরকার ও ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে জয়ী হলে প্রমাণ হবে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নেমেছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর