এ কী বললেন মেসি

তিনি বার্সেলোনার মুখ। তাকে ছাড়া বার্সাকে কল্পনাই করা যায় না। অথচ সেই লিওনেল মেসি বলছেন, তার থাকা, না থাকার ওপর বার্সেলোনার সাফল্য নির্ভর করে না!
হঠাৎ এমন কথা বলছেন কেন? তবে কি বার্সা ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি? খবর যুগান্ত’র।
না, তেমন কোনো উদ্দেশ্য মেসির ছিল না। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই সাংবাদিকরা প্রশ্ন করেন, বার্সায় তিনি কি নিজেকে অপরিহার্য মনে করেন? জবাবে মেসি বলেন, ‘ব্যাপারটা আদৌ তা নয়। আমি বিশ্বের সেরা ক্লাবে খেলি। আর বিশ্বের সেরা ক্লাব কখনও একজন ফুটবলারের ওপর নির্ভর করে না। আমাদের দলটা এক্কেবারে আলাদা। বার্সা শুধুমাত্রই মেসিনির্ভর, এটা আমি মানি না। কারণ আমাদের দলের মনোভাব এটা হতেই পারে না।’
তাহলে বার্সার সাফল্যের রহস্য কী? মেসি বলেছেন, ‘আধুনিক ফুটবলে সবচেয়ে যেটা জরুরি, সেটা হল সংঘবদ্ধ থাকা। দলের গঠন ঠিক থাকাটাও দরকার। ভালো দল হতে গেলে, এই সংঘবদ্ধ ভাবটা সবার আগে থাকতে হয়। তবেই সাফল্য আসে।’
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অনেকবার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। সেই ব্যর্থতার মুখোমুখি হওয়ার পর নিজেকে কীভাবে সামলান? মেসির কথায়, ‘এত বছর ধরে খেলতে খেলতে নিজেকে বোঝাতে শিখেছি। ব্যর্থতা নিয়ে বসে থাকলে চলে না। নিজেকে বোঝাতে হয়, একটা ট্রফি হাতে নেয়াই সব নয়। শুধু ফুটবলই জীবন নয়। হ্যাঁ, একথা ঠিক যে, আমি জিততে ভালোবাসি। মৌসুমের শুরুতে নিজেদের জন্য যে লক্ষ্য স্থির করি, সেটা ছুঁয়ে ফেলার চেষ্টা করি।
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর