ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনও সম্পর্ক নেই, ওআইসি সম্মেলনে ইমরান খান

বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদি আরবের মক্কায় অনুষ্ঠানরত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন-ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার একথা বলেন।

তিনি বলেন, ‘কেউ কিন্তু কখনই হিন্দু ধর্মাবলম্বীদের তামিল টাইগারদের ওপর বোমা হামলার জন্য অথবা জাপানিদের মার্কিন জাহাজ বিধ্বস্ত করার কারণে দোষারোপ করে না। তাহলে কেন কেবল ইসলামকেই সন্ত্রাসবাদের ব্র্যান্ডে পরিণত করা হবে? মুসলিম বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিষ্কারভাবে বোঝাতে সম্পূণই ব্যর্থ হয়েছে যে সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। এক্ষেত্রে ওআইসি’কেই মুসলিমদের সম্পর্কে তাদের “প্রচারণা” স্পষ্ট করা উচিৎ।’ আন্তর্জাতিক সংস্থা ওআইসি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।

সংস্থাটির অন্যতম লক্ষ্য হলো, ইসলামের সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ সুরক্ষিত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ। যদিও সমালোচকরা মনে করেন, সংস্থাটি সঙ্কটে থাকা মুসলিম দেশগুলোর সমস্য সমাধানে দৃশ্যমান কোনও পদক্ষেপই নিতে পারেনি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর