আদালতে আসামিকে ছুরি দিয়েছে কারা, জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ কুমিল্লা জেলা জজ আদালতের এজলাসে বিচারকের সামনেই এক আসামিকে অপর আসামির ছুরিকাঘাতে হত্যার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, আদালতে আসামির কাছে ছুরি কীভাবে পৌঁছাল সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

আজ মঙ্গলবার সকালে বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সে (আসামি) কীভাবে সেখানে ছুরি পেল সেটা আমাদের তদন্তের ব্যাপার। কারা তাকে ছুরি দিয়েছে কিংবা কীভাবে সহযোগিতা করেছে সেটা তদন্ত করলে বের হয়ে আসবে। কোর্টের ভিতরে যে ঘটনাটি ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ভবিষ্যতে কোর্ট কর্তৃপক্ষ এবং আমরা সতর্ক থাকব।’

পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় কোর্টের নিরাপত্তা বাড়াতে স্ক্যানার ও সিসিটিভি স্থাপনের পরামর্শ দেন মন্ত্রী।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর