বিদেশে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের ব্যবসায়িক স্বার্থে বিদেশে বাংলাদেশবিরোধী প্রপাগান্ডা (অপপ্রচার) মোকাবেলায় কাজ করতে রফতানিকারকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কিছু লোক অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন। তারা আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা।

আমরা কৃষিকেও গুরুত্ব দিই, আবার শিল্পকেও গুরুত্ব দিই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটিও ঠিক শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতি ত্বরান্বিত হয় না। এটিও বাস্তবতা। সে জন্য একদিকে আমরা কৃষিকেও গুরুত্ব দিই, আবার শিল্পকেও গুরুত্ব দিই।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর