সাফল্যের পরও উদ্বেগে শ্রদ্ধা

বাঙালী কন্ঠ ডেস্কঃ গেল বছর ‘স্ত্রী’র পর এ বছর ‘সাহো’র মতো ব্লকবাস্টার মুক্তি পেয়েছে। গেল সপ্তাহে মুক্তি পাওয়া ‘ছিছোড়ে’ও বড় হিটের পথে। পর পর সাফল্য পেলেও ভালো নেই শ্রদ্ধা কাপুর। ভুগছেন উদ্বেগজনিত সমস্যায়। ‘পিংকভিলা’র সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের মানসিক দুরবস্থার কথা তুলে ধরেন শ্রদ্ধা, “সত্যি বলতে উদ্বিগ্নতা কী আমি জানতাম না। ‘আশিকী’ মুক্তির পর থেকেই মাঝেমধ্যে অদু্ভত এক অনুভূতি হতে থাকে। হঠাৎ হঠাৎ মাথাব্যথা হতো। পরীক্ষায় কিছু না পেয়ে ডাক্তার এটাকে উদ্বিগ্নতা বলে রায় দেন। আগের চেয়ে কমলেও এই সমস্যা এখনো আমাকে ভোগায়।”

‘আশিকী’র পর অভিনেত্রীর অনেক ছবিই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তখন না হয় উদ্বিগ্ন হওয়ার কারণ ছিল, কিন্তু এই সুসময়ে কেন এত উদ্বিগ্নতা? কারণ জানা নেই শ্রদ্ধারও—‘কেন এমনটা হয় সত্যিই জানি না। তবে চিকিৎসকের পরামর্শ মেনে উদ্বেগ এখন আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে।’

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর