ধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে ফিফার জার্সি উপহার দেন ইনফান্তিনো। অন্যদিকে ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রদান করেন শেখ হাসিনা। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শের্দী, ফিফা ও এএফসির নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণসহ ফিফা ও বাফুফের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মতিঝিলের বাফুফে ভবন পরিদর্শন করেন ফিফা প্রধান। এ সময় ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে একদিনের সফরে ঢাকায় পৌঁছান ফিফা প্রেসিডেন্ট। এ সময় প্রথমবারের মতো ঢাকায় আসতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর