নারী দিবসের পাশাপাশি ‘পুরুষ দিবস’ চান রওশন এরশাদ

নারী দিবস আছে, কিন্তু পুরুষ দিবস বলতে কিছু নেই। আর তাই তো পুরুষ দিবসের জন্য দাবী করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার ৫ মে সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি ওই দাবী করেন। তিনি তার বক্তব্যে


বলেন, ‘একশ বছর হয়ে গেছে, এখনও নারী দিবস পালন করে যাচ্ছিছ। সেদিন কবে আসবে, যেদিন পুরুষ দিবস দেখতে পাব?’

জাতীয় পার্টির নতুন জ্যেষ্ঠ কো-চেয়ারপারসন আরও বলেন, ‘প্রতিবছর নারী দিবস পালন করা হচ্ছে। নানান পরিকল্পনা ও ঘোষণা দেওয়া হয়। কিন্তু কিছুই বাস্তবায়ন হয় না। এখনও নারীদের যৌতুকের জন্য প্রাণ দিতে হচ্ছে। যৌতুকের বিরুদ্ধে আইন আছে। কিন্তু তার প্রয়োগ নেই। নারীরা শ্বশুর বাড়িতে নারী-পুরুষ সবার দ্বারাই নির্যাতিত হচ্ছে’।

 

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর