মামলার তিন বছর পর ৬ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন বিএনপি নেতা সালাম

তিন বছর মামলা চলার পর রায় এল আব্দুস সালামের পক্ষে। তিনি ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন ৬ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় সাড়ে ৪ কোটি টাকা। এনআরবি নিউজ জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম ২০১৬ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে দুর্ঘটনার স্বীকার হন। ব্রুকলিনে থাকার সময় পরিচিত এক বাংলাদেশির বাসার বেসমেন্টে প্রবেশের সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় তার বাম পায়ে প্রচণ্ড ব্যাথা পাওয়ায় তাকে নিকটস্থ ম্যাথডিস্ট হাসপাতালে ভর্তি হন।
টানা দু’সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। হাসপাতাল ছাড়লেও এরপর আরও কিছুদিন চিকিৎসা নিতে হয় সালামকে।

সেই দুর্ঘটনার ক্ষতিপূরণ চেয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করেন তিনি। টানা ৩ বছর মামলা চলার পর রায় আসে তার পক্ষে। এই ক্ষতিপূরণ মামলা পরিচালনা করেছেন এটর্নি পেরি ডি সিলভার। ক্ষতিপূরণের অর্থ ২রা অক্টোবর হস্তান্তর করা হয় আব্দুস সালামের কাছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর