প্রত্যেক বাসা-বাড়িররজায় কড়া নাড়বে পুলিশ : ডিএমপি

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক নাগরিকের বাসা-বাড়ির দরজায় কড়া নেড়ে জানতে চাইবে পুলিশ, আপনি ভালো আছেন কি না? কোনো সাহায্য করতে পারি কি না?

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার এমন আশাব্যঞ্জক কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে


এসব কথা বলেন তিনি।

‘ইমপ্রুভ ইনস্টিটিউশন রেসপন্সেস টু চিলড্রেন কনফ্লিক্ট কন্টাক্ট উইথ ল’ শীর্ষক ওই অনুষ্ঠানের উদ্বোধনীতে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক আইন কেউ মানতে চান না।  একদিনে তা মানতে বাধ্য করতে পারবে না পুলিশ।

তিনি বলেন, উল্টো পথে গাড়ি চালানো বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে।  স্টিকার লাগিয়ে ও হাইড্রোলিক হর্ন দিয়ে গাড়ি চালাতেও নিষেধ করা হয়েছে।  একসঙ্গে তো আর সব সমস্যার সমাধান করা যাবে না।

ডিএমপি কমিশনার বলেন, শিশুরাও এখন অনেক বড় অপরাধে জড়িয়ে পড়ছে।  অপরাধ থেকে ফেরাতে তাদের পরামর্শ দেয়া দরকার।  এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগরীতে  মানুষের কাছে পৌঁছানোর অংশ হিসেবে উঠান বৈঠক করছে পুলিশ।  বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর