ঝিনাইদহে হরিনাকুন্ডুতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২০ মামলার আসামি নিহত

বাঙালী কন্ঠ ডেস্কঃ ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২০ মামলার আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার তেতুলিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। নিহত বাদশা জেলার জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামান জানান,হরিনাকুন্ডুর তেতুলিয়া এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তাৎক্ষণিক আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও এক রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ বাদশাকে উদ্ধার করা হয়। এ সময় বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসা দেয়া হয়েছে।

এসপি আরো জানান, নিহত বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর