বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে

বাঙ্গালী কন্ঠ ডেস্কঃ বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত। একই সঙ্গে তিন আসামির জামিন নামঞ্জুর ও তিন আসামির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। এ সময় মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য চার্জ গঠনের তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়।আদালত সূত্রে জানা গেছে, বুধবার আল কাইউম ওরফে রাব্বি আকন, মো. হাসান ও মোহাইমিনুল ইসলাম সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। অপরদিকে রাকিবুল হাসান রিফাত ফরাজি, কামরুল ইসলাম সাইমুন ও মো. সাগর পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। এর আগে ধার্য তারিখ থাকায় এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ।এছাড়াও বাবার সঙ্গে আদালতে হাজির হন এ মামলায় জামিনে মুক্ত থাকা নিহত রিফাতের স্ত্রী ৭ নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। রিফাত হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, হাইকোর্ট থেকে জামিনে থাকা মিন্নিকে জেলা ও দায়রা জজ আদালতে জামানত নামা দাখিলের নির্দেশ দিয়েছেন।গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আগামী ৮ জানুয়ারি চার্জ গঠন করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর