করিমগঞ্জের চামড়াঘাট মিঠামইনের হাসানপুর সেতু উদ্বোধন করলেন এমপি তৌফিক

বাঙালী কন্ঠ ডেস্কঃ  কিশোরগঞ্জ -করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়কে নির্মিত ১৫৬.৭২ মিটার দীর্ঘ হাসানপুর সেতুর উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টা ২৪ মিনিটে মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের গড়াভাঙ্গা নদীর উপর নির্মিত হাসানপুর সেতুর উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আলীনূর খান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, গোপদীঘি ইউনিয়নের সভাপতি আসাদ আলী মাস্টার, গোপদীঘি ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লায়ন রাকিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান উল্লাহসহ প্রমুখ।

এ সেতুর নির্মাণ ব্যয় ২৩ কোটি ৪৮ লাখ টাকা। ২০১৭ সালের ২৯ নভেম্বর সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছিল।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর