শ্রীলংকার প্রাদেশিক গভর্নর হলেন মুরালিধরন

বাঙ্গালী কন্ঠ ডেস্কঃ এবার নতুন ভূমিকায় দেখা যাবে শ্রীলংকার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনকে। দেশটির উত্তর প্রদেশের গভর্নর হিসেবে কার্যভার গ্রহণ করতে চলেছেন তিনি। লংকা দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এ ঘোষণা দিয়েছেন।

সদ্য তিনজন নতুন গভর্নরের নাম ঘোষণা করেছেন লংকান প্রেসিডেন্ট। এর একজন হলেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সাবেক স্পিনার মুরালি।

গাল্ফ নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজাপক্ষে খুব করে চাচ্ছিলেন উত্তর প্রদেশের গভর্নরের দায়িত্ব নিন মুরালি। অবশ্য মহামান্য প্রেসিডেন্টের অনুরোধ ফেলতে পারেননি তিনি।

যতদিন খেলেছেন, শ্রীলংকা ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন মুরালি। ক্যারিয়ারে বিশ্বকাপও জিতেছেন তিনি। এককথায় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে ত্রাস ছিলেন এ মায়াবি ঘূর্ণি জাদুকর।

আইপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেন মুরালি। তবে সক্রিয় রাজনীতিতে কখনো আসেননি তিনি। এবার অবশ্য একদম নতুন ভূমিকায়। ক্রিকেট মাঠ নয়, গভর্নরের গুরুদায়িত্ব সামলাতে হবে ৪৭ বছর বয়সী ক্রিকেটারকে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর