২০১৯ সালে আমেরিকা মহাদেশের ইতিহাসে ডেঙ্গুতে রেকর্ড

হাওর বার্তা ডে স্কঃ উত্তর ও দক্ষিণ আমেরিকার ইতিহাসের সবথেকে বেশি ডেঙ্গুর ঘটনা ঘটেছে এ বছর। মহাদেশ দুটিতে ২০১৯ সালে দেশটিতে এখন পর্যন্ত ২৭ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ব্রাজিলের অবস্থা ছিলো সবথেকে ভয়াবহ। প্যান আমেরিকান একটি স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য বেড়িয়ে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, সবথেকে ভয়াবহ ১০ ব্যাধির মধ্যে অন্যতম হচ্ছে ডেঙ্গু। গত কয়েক দশকে বিশ্বজুড়ে রোগটি ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। গড়ে প্রতিবছর প্রায় ৩৯ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। এরফলে তীব্র জ্বরের পাশাপাশি প্রচন্ড মাথাব্যাথা দেখা দেয়।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও নেপালে ডেঙ্গুতে ব্যাপক মৃত্যুর খবর পাওয়া যায়। এ বছর বাংলাদেশেও ডেঙ্গুর ফলে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে ২০১৫ সালেও দুই আমেরিকা মহাদেশে ডেঙ্গুর ব্যাপক প্রকপ দেখা গিয়েছিলো। সেবার রেকর্ড হয়েছিলো ২৪ লাখের বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা। এরপর ২০১৬ ও ২০১৭ সালে এ সংখ্যা কমে আসে। ওয়াশিংটনের ডেঙ্গু বিশেষজ্ঞ লুইস স্যান মার্টিন বলেন, ডেঙ্গুর প্রকপ বৃদ্ধির একটি চক্র রয়েছে। এরফলে প্রতি চার বা পাঁচ বছর পরপর এই মশাবাহী রোগ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পরে। অর্থাৎ এক জীবনে একাধিকবার ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা রয়েছে অনেকের।
ডেঙ্গুর জীবানু মূলত বহন করে এডিস মশা। তবে বিষয়টি আরেকটু জটিল। কারণ, ডেঙ্গুরই রয়েছে চারটি ভিন্ন ধরণের ভাইরাস। তবে একবার ডেঙ্গুতে আক্রান্ত হলে শরীরের মধ্যে এন্টিবডি বা ডেঙ্গু প্রতিরোধী ব্যবস্থা গড়ে ওঠে। এতে সব ধরণের ডেঙ্গুই কয়েক বছর পর্যন্ত দূরে থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই এন্টিবডি তিন বছর পর্যন্ত কাজ করে। আমেরিকা মহাদেশে এই চার ধরণের ডেঙ্গুই দেখা যায়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর