জি-২০গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্বে সউদী আরব

বাঙালী কণ্ঠ্য ডেস্কঃ ১৯টি সদস্য দেশ ও ইউরোপীয় ইউনিয়নের জোট জি২০ গ্রুপের সভাপতির দায়িত্ব পেয়েছে সৌদি আরব। গতকাল রোববার (১ ডিসেম্বর) জাপানের কাছ থেকে প্রথম আরব দেশ হিসেবে এ দায়িত্ব নিয়েছে সৌদি আরব। খবর আল জাজিরা’র।

এর ফলে আগামী বছরের ২১ ও ২২ নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত হবে এই গ্রুপের বিশ্বনেতাদের সম্মেলন। রোববার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রে এটাকে অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
জি২০ সম্মেলন ঘিরে মন্ত্রী পর্যায়ে র বৈঠকসহ একশোটিরও বেশি সম্মেলন ও আয়োজন করবে সৌদি আরব এমনটাই জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর