বাঁশখালীতে জেলের জালে বিশালাকার সামুদ্রিক মাছ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. রিদুয়ানের (৩০) জালে ধরা পড়ল বিশালাকার অচেনা এক সামুদ্রিক মাছ। যার আকার মাছ ধরার নৌকার চেয়েও দ্বিগুণ বড়। শুক্রবার সকালে মাছটি বাঁশখালীর সাগরতীরে আনা হলে প্রচুর লোক সেটি দেখার জন্য ভিড় জমান বলে জানান মো. রিদুয়ান।  রিদুয়ান জানান, প্রতিদিনের মতো বৃহসপতিবার আনুমানিক রাত ৮টার দিকে সাগরে জাল তুলতে যান তিনি। জালে মাছ ঢুকেছে কি না দেখতে গিয়ে দেখা গেল অদ্ভুদ এক কাণ্ড। জাল টানতে মনে হল নৌকাসহ টেনে নিয়ে যাচ্ছে। অনেক টানা হেঁচড়া করেও জাল তুলতে ব্যর্থ হই। পরে বেশ কয়েকবার চেষ্টা করে নৌকায় জাল তুলতে সক্ষম হই। জাল টেনে দেখি আনুমানিক বিশালাকার অচেনা এক সামুদ্রিক মাছ।

যার ওজন আনুমানিক দুই টন ওজনের হতে পারে।  তিনি বলেন, মাছটি এতই লম্বা যে নৌকায় রাখার ধারণ ক্ষমতা ছিল না। অর্ধেক খালে ও অর্ধেক নৌকায় ঠাঁই হয় ফলে দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করা সম্ভব হয়নি। মাছটি শুক্রবার ঘাটের আড়তে আনা হয়। সেখানে প্রচুর লোক মাছটি দেখতে ভিড় জামান। তিনি আরো বলেন, জালের ভেতর নাড়াচাড়া করতে করতে মাছটি মারা গেছে বলে সন্দেহ করছেন জেলেরা। বিরল প্রজাতির মাছটির নাম এখনো পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেননি। বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, জেলের জালে বিশালাকার সামুদ্রিক মাছ ধরার পড়ার খবর শুনেছি। ধারণা করা হচ্ছে এটি টাইগার সার্ক।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর