নাইজারের একটি সামরিক ঘাঁটিতে হামলা; হতাহত ৭১ সেনা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নাইজারের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ইনাতিস অঞ্চলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭১ সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১২ সেনা। এখনও নিখোঁজ রয়েছে আরো বহু মানুষ। স্থানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে নাইজারের সামরিক মুখপাত্র বলেন, বেশ কয়েকজন সন্ত্রাসী মঙ্গলবার রাতে এই হামলা চালায়। এতে ১২ সেনা আহত এবং আরো বহু নিখোঁজ রয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে যে, শতাধিক ভারী অস্ত্রধারী জঙ্গিরা ওই হামলা চালিয়েছে। তবে সেনাদের ওপর হামলা চালানোর পর জঙ্গিদের পাল্টা জবাব দেয়া হয়েছে। এতে জঙ্গিদের অনেকেই প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে নিহত জঙ্গিদের সংখ্যা কত বিবৃতিতে তা বলা হয়নি।

দু’পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা লড়াই হয়।

একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরা ওই ক্যাম্পে কামান ও গোলাবর্ষণ করেছে। গোলাবারুদ আর বোমা বিস্ফোরণ থেকেই বহু সেনা নিহত হয়েছেন।

এদিকে, এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে নাইজার সরকার। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আল জাজিরা

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর