বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে: ইনু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ‘নতুন পর্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রবেশ করেছে। এই নতুন প্রজন্মের চ্যালেঞ্জ হচ্ছে গত ১০ বছর যে সাম্প্রদায়িক জঙ্গিবাদ শক্তি আমরা পরাজিত করেছি, এই পরাজিত শক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে। আমরা সেই নিশ্চয়তার ওপর দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপন করতে চাই।’- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেছেন।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে জাসদ সভাপতি এসব কথা বলেন।
ইনু বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, জামাতের দোসর বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে এর সুফল ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য কমাতে হবে।
এ সময় গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত রাজাকারের তালিকা প্রকাশের উদ্যোগকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন জাসদ সভাপতি।

 

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর