বাপ্পীকে নিয়ে ইফতেখারের যুদ্ধ

বাঙালী কন্ঠ ডেস্কঃ দেশীয় চলচ্চিত্রের সফল পরিচালক ইফতেখার চৌধুরী। বিশেষ করে অ্যাকশন ঘরানার নির্মাতা হিসেবে বেশ পরিচিতি তার। ইতিমধ্যে নিজের সেরা কাজের মুন্সিয়ানা দিয়েছেন এই নির্মাতা।  এবার তিনি দেশপ্রেমের গল্পে আবর্তিত ‘যুদ্ধ’ নামের নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তার বিপরীতে থাকার কথা রয়েছে ইয়ামিন হক ববির।

এর আগে ২০১৬ সালে নির্মাতা ইফতেখার চৌধুরীর ‘ওয়ানওয়ে’ ছবিটিতে অভিনয় করেছিলেন বাপ্পী চৌধুরী। সেখানে বাপ্পীর বিপরীতে অভিনয় করছিলেন ববি। ছবিটি মুক্তি পরপরই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। মুক্তির চার বছর পর বাপ্পী চৌধুরীকে নিয়ে আবারও কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক ইফতেখার চৌধুরী।  আবারও নায়িকা ববি। এই বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এ প্রসঙ্গে নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘চার বছর পর আবারও বাপ্পী আমার ছবিতে কাজ করতে যাচ্ছে। এর আগে বাপ্পী আমার ‘ওয়ানওয়ে’তে কাজ করেছিল। এবার ‘যুদ্ধ’ ছবিতে বাপ্পীকে নিয়েছি। সঙ্গে ববিও থাকছে। আশা করি, ছবিটির মাধ্যমে নতুন এক বাপ্পীকে দেখতে পারবেন দর্শক।’

তিনি আরও বলেন, ‘এখনই ছবিটি নিয়ে সব কিছু বলতে চাইছি না। সব আর্টিস্ট ও কলাকুশলী ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। বর্তমানে ছবিটির গল্পের কাজ চলছে।’

বাপ্পী চৌধুরী বলেন, ‘ইফতেখার চৌধুরী একজন গুণী নির্মাতা। তার সঙ্গে ‘ওয়ানওয়ে’তে কাজ করেছি। বর্তমান দর্শকদের চাহিদা ও রুচি সম্পর্কে তার ধারণা আছে। এর মধ্যে তার নতুন ছবি ‘যুদ্ধ’ নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে। ছবিটির গল্প আমি শুনেছি, বেশ পছন্দ হয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়নি।’

অ্যাকশন ঘরানার গল্প নিয়ে ‘যুদ্ধ’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চলতি বছরের মাঝামাঝি ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর