তাহিরপুরে মাছ না খেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং

তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ধান পচে অ্যামোনিয়া নামক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মাছ। নদ–নদী ওহাওরে মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়,পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বাঁধ ভেঙে উপজেলারবোরো ফসল তলিয়ে যাওয়ায় পর পানির নিচে থাকা কাঁচা ধান পচে বাতাসের সাথে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিষক্রিয়ায়আক্রান্ত হয়ে হাওরের মাছগুলো বুধবার থেকেই মরে পানিতে ভেসে ওঠছে।সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও তাহিরপুরউপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল খান বলেন , এখানকার মানুষ বোরো ফসল ও হাওরের মাছের ওপরনির্ভরশীল। এবারে কৃষকের ঘরে নেই ফসল। তাদের জীবন–জীবিকার একমাত্র অবলম্বল ছিল হাওরের মাছ। এবার মাছও গেলমরে।সব মিলে হাওরে যেন মড়ার উপর খাঁড়ার ঘা। তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বমণ বলেন, ‘হাওরেরজমিতে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকর প্রভাবে এবং ধান পচে পানিতে বিষক্রিয়া হয়ে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে মাছ মরেযাচ্ছে।তাই এসব মাছ না ধরা ও খাওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর