সুনামগঞ্জে ছোট হাওরে মাছ ধরা নিষিদ্ধ

সুনামগঞ্জের ছোট হাওরগুলোতে আগামী এক সপ্তাহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। বন্যায় হাওরে ধান পচে সৃষ্ট বিষাক্ত গ্যাসে মাছে মরক লাগায় সব ছোট হাওরে মাছ ধরায় নিষিদ্ধাজ্ঞা আনা হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মৎস্য বিভাগ এ সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, সুনামগঞ্জের হাওরগুলোতে ফসল রক্ষা বাঁধ ভেঙে ৯০ ভাগ বোরো ধান নষ্ট হয়ে পানিতে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়।আর এসব গ্যাসের কারণে পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে ভেসে উঠছে। সাধারণ মানুষ এসব মাছ ধরতে গেলে পানি ঘোলা হচ্ছে। পানি ঘোলা হলে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে যায়। তাই এসব বিষয় বিবেচনা করে মৎস্য বিভাগ আগামী এক সপ্তাহের জন্য জেলার ছোট হাওরগুলোতে মাছ ধরা নিষিদ্ধ করেছে। উল্লেখ্য, গত ২০ থেকে ২৫ দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওর এলাকায় অকাল বন্যায় প্রায় ৯০ ভাগ বোরো ধান তলিয়ে গেছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় গাছ পচে  মাছগুলো মরে যাচ্ছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর