সাইফকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হওয়ার পাকিস্তানকে ৪৪৫ রানে গুটিয়ে দেয় টাইগাররা। ২১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চা বিরতির আগেই হারিয়েছে অভিষিক্ত সাইফ হাসানের উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তামিম ইকবালের ব্যাটে ভালো শুরুর আভাস পায় বাংলাদেশ। দলীয় ৩৯ রানের মাথায় ওপেনার সাইফকে সাজঘরে ফেরান নাসিম শাহ। ২৫ বলে ১৬ রান করেন সাইফ।

তামিমের ৪৫ বলে ৩২ রানের সুবাদে ১ উইকেটে ৫১ রান নিয়ে চা বিরতিতে গেছে টাইগাররা। অপরপ্রান্তে ৮ বলে ৩ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে, তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানের সেঞ্চুরিয়ান বাবর আজমকে বিদায় করেন আবু জায়েদ রাহী। আগের দিন এবাদত হোসেনের করা ওভারের এক বল বাকি ছিল। ওই এক বল শেষ হওয়ার পর বোলিংয়ে আসেন রাহী। তার ওভারের প্রথম বলেই মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ তুলে দেন বাবর (১৪৩)।

বাবর আজমের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসে আঘাত হানেন এবাদত হোসেন। তার করা ইনিংসের ৯৬তম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন পাকিস্তানের আসাদ শফিক (৬৫)।

পাকিস্তান শিবিরে জোড়া আঘাত করেন টাইগার পেসার রুবেল হোসেন। পাকিস্তান ইনিংসের ১০৩তম ওভারে প্রথম উইকেটের দেখা পান রুবেল। তুলে নেন মোহাম্মদ রিজওয়ানকে। ফের আবারো রুবেলের বলে ধরা পড়েন ইয়াসির শাহ। রুবেলের করা বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ১১১তম ওভারে রুবেল হোসেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ঘরে ফেরেন ইয়াসির শাহ (৫) এরপর ফের শাহীন শাহ আফ্রিদীকে (৩) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রুবেল।

আফিফের কাছে রান আউট হয়ে ফেরেন নাসিম শাহ। আর এতেই ৪৪৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ২১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর