টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এই সংস্করণ থেকে অবসর নেওয়া মাশরাফি বিন মুর্তজার জায়গায় তার নাম ঘোষণা করা হলো।

বিষয়টি সবার অনুমিত ছিল বললে ঠিক হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তো শ্রীলঙ্কাতেই আভাসটা প্রায় চূড়ান্তের মতো করে দিয়েছিলেন। আর শনিবার বিসিবির পরিচালক নাজমুল বোর্ডের নির্বাহী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণাটাই দিয়ে দিলেন।

সাকিবকে টি-টোয়েন্টির অধিনায়ক করার ফলে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন জন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলবে।

বিসিবি প্রেসিডেন্ট মিরপুরে বৈঠকের পর জানান, আসলে টি-টুয়েন্টিতে সাকিবের অধিনায়ক হওয়াটা তো একরকম নিশ্চিতই ছিল। এখন সর্বসম্মতিতে তা পাশ হয়ে গেল।

তার মানে বাংলাদেশের তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে এখন থেকে তিন অধিনায়ক। টেস্টে মুশফিক, ওয়ানডেতে মাশরাফি, টি-টুয়েন্টিতে সাকিব। সাকিবের জন্য অবশ্য এটা প্রথমবার দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না। আড়ে একবার নেতৃত্ব পেলেও তা ধরে রাখতে পারেননি। তিন সংস্করণের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর অল রাউন্ডার সাকিব নেতৃত্বে এলেন আবার। তবে তা শুধু এক সংস্করণের ক্রিকেটে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর