অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ২৬ মে

সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থী ভর্তি আগামী ২৬ মে শুরু হবে। অনলাইন ও এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

এবার ভর্তিতে শিক্ষার্থীরা পাঁচটির স্থলে পছন্দের ১০টি কলেজের নাম দিতে পারবে। ভোগান্তি ও জালিয়াতি ঠেকাতে ভর্তির আবেদনের ক্ষেত্রেও এবার কিছু পরিবর্তন আনা হয়েছে।

এসব বিষয় রেখে সোমবার ‘২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক সভায় নীতিমালা চূড়ান্ত করা হয়। এতে বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন ২৬ মে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। ভর্তি শুরু হবে ১৮ জুন, শেষ হবে ৩০ জুন। মনোনীতদের তালিকা প্রকাশ করা হকে ১৬ জুন। বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, এবার কলেজে ভর্তিতে প্রবাসীদের সন্তান ও বিকেএসপি’র শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ (আধা) করে কোটা রাখা হয়েছে। এছাড়া একাদশ শ্রেণিতে ভর্তিতে অন্যান্য বিষয়গুলো গত বছরের মতো রয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর