ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত: বাংলাফ্যাক্ট নেতানিয়াহুর আচরণে বিরক্ত ট্রাম্প, বিশ্বাসঘাতকতার আঁচ পাচ্ছেন ৬ জুলাই: বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য জামায়াতের দখলে: গয়েশ্বর আ. লীগ নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা বিএনপি নেতা মালিকের টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে নারী পর্যটক

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক জরুরি সভা আজ সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। সভাটি পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: বেলাল হোসেন-এর সঞ্চালনায় শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি জনাব মো: বাদিউল কবীর। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের মহাসচিব জনাব নিজাম উদ্দিন আহমেদ।

সভায় মূলত সরকারি কর্মচারীদের জন্য নবম পে-কমিশন গঠন এবং সচিবালয়ের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি রেশন ভাতা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলো নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটায় অনুষ্ঠিতব্য সভার প্রস্তুতির জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জনাব নুরুজ্জামাল-এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এ কমিটিকে সংশ্লিষ্ট প্রমাণপত্র, নথিপত্র ও পূর্বনজির ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ব্রিফ তৈরির দায়িত্ব প্রদান করা হয়।

পরবর্তীতে, অর্থ উপদেষ্টার সঙ্গে সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থ বিভাগের সচিব জনাব মো. খায়েরুজ্জামানও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পরিষদের নেতৃবৃন্দ অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিয়ম অনুযায়ী বিগত পাঁচ বছর আগেই নতুন পে-কমিশন গঠনের প্রয়োজন ছিল। কিন্তু পূর্ববর্তী সরকার আমলে উচ্চমূল্যের বাজারে কর্মচারীদের আর্থিক দুরবস্থা উপেক্ষিত ছিল, ফলে কর্মচারীরা চরম দুর্ভোগে ছিলেন।

অর্থ উপদেষ্টা মহোদয় কর্মচারীদের দাবিকে যৌক্তিক হিসেবে স্বীকৃতি দিয়ে জানান যে, খুব দ্রুত নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। সচিবালয়ের রেশন ভাতা বিষয়েও নেতৃবৃন্দ উদাহরণসহ ব্যাখ্যা প্রদান করেন যে, দেশের বিভিন্ন দপ্তরের প্রায় ৮ লাখ বেসামরিক কর্মচারী ইতোমধ্যে রেশন সুবিধা ভোগ করছেন। এ প্রেক্ষাপটে সচিবালয়ের কর্মচারীরা এ থেকে বঞ্চিত হওয়া অনুচিত। অর্থ উপদেষ্টা মহোদয় এ দাবিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন এবং বলেন, অন্যরা পেলে সচিবালয়ের কর্মচারীরাও পাবে—এটাই স্বাভাবিক।

সভা শেষে পরিষদের সভাপতি জনাব মো. বাদিউল কবীর এবং মহাসচিব জনাব নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, জুলাই ২০২৫-এর মধ্যে যদি ৯ম পে-কমিশন গঠন ও রেশন ভাতা চালুর কার্যক্রম শুরু না হয়, তাহলে ভবিষ্যৎ কর্মসূচির জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত: বাংলাফ্যাক্ট

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক জরুরি সভা আজ সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। সভাটি পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: বেলাল হোসেন-এর সঞ্চালনায় শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি জনাব মো: বাদিউল কবীর। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের মহাসচিব জনাব নিজাম উদ্দিন আহমেদ।

সভায় মূলত সরকারি কর্মচারীদের জন্য নবম পে-কমিশন গঠন এবং সচিবালয়ের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি রেশন ভাতা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলো নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটায় অনুষ্ঠিতব্য সভার প্রস্তুতির জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জনাব নুরুজ্জামাল-এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এ কমিটিকে সংশ্লিষ্ট প্রমাণপত্র, নথিপত্র ও পূর্বনজির ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ব্রিফ তৈরির দায়িত্ব প্রদান করা হয়।

পরবর্তীতে, অর্থ উপদেষ্টার সঙ্গে সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থ বিভাগের সচিব জনাব মো. খায়েরুজ্জামানও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পরিষদের নেতৃবৃন্দ অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিয়ম অনুযায়ী বিগত পাঁচ বছর আগেই নতুন পে-কমিশন গঠনের প্রয়োজন ছিল। কিন্তু পূর্ববর্তী সরকার আমলে উচ্চমূল্যের বাজারে কর্মচারীদের আর্থিক দুরবস্থা উপেক্ষিত ছিল, ফলে কর্মচারীরা চরম দুর্ভোগে ছিলেন।

অর্থ উপদেষ্টা মহোদয় কর্মচারীদের দাবিকে যৌক্তিক হিসেবে স্বীকৃতি দিয়ে জানান যে, খুব দ্রুত নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। সচিবালয়ের রেশন ভাতা বিষয়েও নেতৃবৃন্দ উদাহরণসহ ব্যাখ্যা প্রদান করেন যে, দেশের বিভিন্ন দপ্তরের প্রায় ৮ লাখ বেসামরিক কর্মচারী ইতোমধ্যে রেশন সুবিধা ভোগ করছেন। এ প্রেক্ষাপটে সচিবালয়ের কর্মচারীরা এ থেকে বঞ্চিত হওয়া অনুচিত। অর্থ উপদেষ্টা মহোদয় এ দাবিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন এবং বলেন, অন্যরা পেলে সচিবালয়ের কর্মচারীরাও পাবে—এটাই স্বাভাবিক।

সভা শেষে পরিষদের সভাপতি জনাব মো. বাদিউল কবীর এবং মহাসচিব জনাব নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, জুলাই ২০২৫-এর মধ্যে যদি ৯ম পে-কমিশন গঠন ও রেশন ভাতা চালুর কার্যক্রম শুরু না হয়, তাহলে ভবিষ্যৎ কর্মসূচির জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে।