ইসলামী ব্যাংকের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সৈয়দ আহসানুল আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদ্য সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক আবদুল মাবুদ পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। গত মঙ্গলবারই স্বতন্ত্র এ দুই পরিচালককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এরপর বৃহস্পতিবার দুজনই পদত্যাগ করেন।
ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। এখন তাদের পদত্যাগ পত্র বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। অনুমোদন হলেই পদত্যাগ কার্যকর হবে।
এর আগে মঙ্গলবার ব্যাংকটির ৩৪ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আহসানুল আলম ও আবদুল মাবুদকে পরিচালক পদ থেকে সরিয়ে দেয়ার দাবি উঠে। ওইদিন ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাদের দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। সেদিন চেয়ারম্যান আরাস্ত্ত খান জানান, তারা স্বতন্ত্র পরিচালক পদে বহাল থাকবেন।