ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বটবৃক্ষ হবো

ড. গোলসান আরা বেগমঃ 
আমার কোন প্রেমিক নেই
কারণ গোলাপ ভালোবাসি না
যারা প্রেম করতে চাইতো
মনে করতো প্রেমের সঙ্গা বুঝি না।
কাটকুট্টা পা মাথায় অহংবোধ ঠাসা
চোখে জ্বল জ্বল করে জ্বলে ক্রোধের আগুন
প্রেমের উষ্ণতা নেই শিহরণের নাক ফুলে
নাকের নোলকে দোলে কৃষ্ণচূড়ার ফাগুন।
আমার কোন শুভাকাঙ্খি নেই
ইট পাথর কংক্রিটের দেয়াল চারপাশে
ঘৃনার থুথু ছড়িয়ে রাখে কলাপাতায়
নিঃশ্বাসে বিশ্বাসে সর্বনাশী বিষেঁর বাঁশে।
হাঁটতে গেলে পা পুড়ে
হাতের পাঁচ আঙ্গুলও করে অভিমান
কফি হাউজের আড্ডা ঘুরে স্মৃতির ঘরে
করি হারিয়ে যাওয়া প্রেমের ধ্যান।
আমার কোন বন্ধু স্বজন নেই
চাঁদের মত একাকি হাসি
একাকিত্ব দিয়ে ঝালমুড়ির টোঙ্গা বানাই
বাজাই হেমিলনের প্রেমের বাঁশি।
আত্মভোলা বিরহি মনকে কেবল দমকাই
কখনও তুমি প্রেমিক হতে পারবে না
যতক্ষণ না দেবদাস পার্বতীর প্রেমের দীক্ষা নিবে
ফুলের বাগানে মধুর খোঁজে দেবে হানা।
তবে কী বটবৃক্ষ হবো ছায়া দেবো
প্রেমের চিঠি এনভেলাপে ভরে
অবুঝ পাখির ঠোটে বেঁধে
দেবো আত্ম প্রেমিক নীলাকাশে ছেড়ে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বটবৃক্ষ হবো

আপডেট টাইম : ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
ড. গোলসান আরা বেগমঃ 
আমার কোন প্রেমিক নেই
কারণ গোলাপ ভালোবাসি না
যারা প্রেম করতে চাইতো
মনে করতো প্রেমের সঙ্গা বুঝি না।
কাটকুট্টা পা মাথায় অহংবোধ ঠাসা
চোখে জ্বল জ্বল করে জ্বলে ক্রোধের আগুন
প্রেমের উষ্ণতা নেই শিহরণের নাক ফুলে
নাকের নোলকে দোলে কৃষ্ণচূড়ার ফাগুন।
আমার কোন শুভাকাঙ্খি নেই
ইট পাথর কংক্রিটের দেয়াল চারপাশে
ঘৃনার থুথু ছড়িয়ে রাখে কলাপাতায়
নিঃশ্বাসে বিশ্বাসে সর্বনাশী বিষেঁর বাঁশে।
হাঁটতে গেলে পা পুড়ে
হাতের পাঁচ আঙ্গুলও করে অভিমান
কফি হাউজের আড্ডা ঘুরে স্মৃতির ঘরে
করি হারিয়ে যাওয়া প্রেমের ধ্যান।
আমার কোন বন্ধু স্বজন নেই
চাঁদের মত একাকি হাসি
একাকিত্ব দিয়ে ঝালমুড়ির টোঙ্গা বানাই
বাজাই হেমিলনের প্রেমের বাঁশি।
আত্মভোলা বিরহি মনকে কেবল দমকাই
কখনও তুমি প্রেমিক হতে পারবে না
যতক্ষণ না দেবদাস পার্বতীর প্রেমের দীক্ষা নিবে
ফুলের বাগানে মধুর খোঁজে দেবে হানা।
তবে কী বটবৃক্ষ হবো ছায়া দেবো
প্রেমের চিঠি এনভেলাপে ভরে
অবুঝ পাখির ঠোটে বেঁধে
দেবো আত্ম প্রেমিক নীলাকাশে ছেড়ে।