বাঙালী কণ্ঠ ডেস্কঃ আপনাকে যদি বলা হয় কোনো হাঁস মানুষের মতো কথা বলছে তাহলে আপনার বিশ্বাস নাও হতে পারে। তবে সম্প্রতি অবশ্য এক হাঁসের মুখে মানুষের বুলি শুনে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।
সম্প্রতি নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয় আর অস্ট্রেলিয়ার গবেষকরা এক গবেষণায় দেখেছেন, পানিতে বিচরণকারী হাঁসও মানুষের বুলি নকল করতে পারে।
এক অডিও ক্লিপে টিডবিনবিলা নেচার রিজার্ভের একটি পুরুষ হাঁসকে বারবার ইংরেজিতে ‘ইউ ব্লাডি ফুল’ বলতে শোনা গেছে। গবেষকরা জানিয়েছেন, রিপার নামের ওই হাঁসটি পার্কের একজন তত্ত্ববধায়কের মুখে এই বুলি শুনে শিখে নেয়।
আরেকটি ভিডিও ক্লিপে ওই হাঁসকে দরজা খোলা ও বন্ধ করার আওয়াজ করতে শোনা গেছে। মজার ব্যাপার হলো, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময়ই কেবল মানুষের ওই বুলি আর দরজা খোলা ও বন্ধ করার আওয়াজ করেছে রিপার।
গবেষণায় পাওয়া তথ্য দেখে ধারণা করা হচ্ছে, তোতা, ইউরোপীয় স্টারলিং ও ময়নার মতো মানুষের বুলি নকল করার ক্ষমতা হয়েছে ওই হাঁসের।