ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নামাজ মুমিনের মেরাজ : এটি কি হাদিস

বিভিন্ন ওয়াজে হাদিস হিসেবে বলতে শোনা যায়, নামাজ মুমিনের জন্য মিরাজস্বরূপ। আবার অনেকের মুখেও কথাটি প্রচলিত, এটি কি আসলে কোনও হাদিস বা হাদিস দ্বারা প্রমাণিত?

এর উত্তরে আলেমরা বলেন থাকেন, ‘আস-সালাতু মিরাজুল মুমিনিন’ (নামাজ ঈমানদারের জন্য মিরাজস্বরূপ) বাক্যটি একটি বহুল প্রচলিত উক্তি। বহু মানুষ এটিকে হাদিস হিসেবে উদ্ধৃত করেন। হাদিসের প্রসিদ্ধ কোনো গ্রন্থে বাক্য পাওয়া যায় না। তবে কথাটির মর্ম একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাই বাক্যটিকে সরাসরি হাদিস না বলে বলা উচিত বাক্যটি হাদিস দ্বারা সমর্থিত।

নিম্নোক্ত হাদিস দুটিতে ‘নামাজ মুমিনের জন্য মিরাজস্বরূপ’ বাক্যটির সমর্থন পাওয়া যায়। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুমিন যখন নামাজে থাকে সে তার প্রতিপালকের সঙ্গে নিভৃতে কথা বলে।’ (সহিহ বুখারি, হাদিস : ৪১৩)।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে তার সামনের দিকে থুথু ফেলবে না। কেননা সে যতক্ষণ তার জায়নামাজে থাকে, ততক্ষণ মহান আল্লাহর সঙ্গে চুপে চুপে কথা বলে।’ (সহিহ বুখারি, হাদিস : ৪১৬)

সূত্র : উচ্চতর ফতোয়া গবেষণা বিভাগ মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নামাজ মুমিনের মেরাজ : এটি কি হাদিস

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

বিভিন্ন ওয়াজে হাদিস হিসেবে বলতে শোনা যায়, নামাজ মুমিনের জন্য মিরাজস্বরূপ। আবার অনেকের মুখেও কথাটি প্রচলিত, এটি কি আসলে কোনও হাদিস বা হাদিস দ্বারা প্রমাণিত?

এর উত্তরে আলেমরা বলেন থাকেন, ‘আস-সালাতু মিরাজুল মুমিনিন’ (নামাজ ঈমানদারের জন্য মিরাজস্বরূপ) বাক্যটি একটি বহুল প্রচলিত উক্তি। বহু মানুষ এটিকে হাদিস হিসেবে উদ্ধৃত করেন। হাদিসের প্রসিদ্ধ কোনো গ্রন্থে বাক্য পাওয়া যায় না। তবে কথাটির মর্ম একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাই বাক্যটিকে সরাসরি হাদিস না বলে বলা উচিত বাক্যটি হাদিস দ্বারা সমর্থিত।

নিম্নোক্ত হাদিস দুটিতে ‘নামাজ মুমিনের জন্য মিরাজস্বরূপ’ বাক্যটির সমর্থন পাওয়া যায়। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুমিন যখন নামাজে থাকে সে তার প্রতিপালকের সঙ্গে নিভৃতে কথা বলে।’ (সহিহ বুখারি, হাদিস : ৪১৩)।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে তার সামনের দিকে থুথু ফেলবে না। কেননা সে যতক্ষণ তার জায়নামাজে থাকে, ততক্ষণ মহান আল্লাহর সঙ্গে চুপে চুপে কথা বলে।’ (সহিহ বুখারি, হাদিস : ৪১৬)

সূত্র : উচ্চতর ফতোয়া গবেষণা বিভাগ মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা