প্রশ্ন: অনেক সময় আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে একে অপরকে একসঙ্গে সালাম দিয়ে ফেলি। এক্ষেত্রে আমাদের করণীয় কী?
একজন আলেম বলেছেন, এমন হলে উভয়কেই উত্তর দিতে হবে। তার কথাটি কি ঠিক? আর যেক্ষেত্রে একটু আগ-পর করে সালাম দেওয়া হয় সেক্ষেত্রেও কি উভয়কে উত্তর দিতে হবে?
উত্তর: ওই আলেম ঠিকই বলেছেন। দুজন পরস্পরকে একসঙ্গে সালাম দিলে প্রত্যেককে অন্যের সালামের জবাব দিতে হবে। তবে এক্ষেত্রে কারো সালাম আগে হলে পরবর্তী জনের সালাম জবাব হিসেবে ধর্তব্য হবে।
উল্লেখ্য, সালামের ক্ষেত্রে লক্ষ্যণীয় হল, কেউ সালাম দিলে (তিনি বড় ব্যক্তি হোন বা ছোট) অপর ব্যক্তি স্পষ্টভাবে শুনিয়ে সালামের জবাব দিবে। এক্ষেত্রে পাল্টা তাকে আবার সালাম দেওয়া নিয়ম পরিপন্থী কাজ।
সালাম দেওয়া সুন্নত এবং সালামের জবাবে ‘ওয়া অলাইকুমুস সালাম’ বলা ওয়াজিব, বর্তমান সর্বোচ্চ আধুনিকতার যুগেও সাদর সম্ভাষণের বেলায় সালামের চেয়ে উত্তম কোনো সম্ভাষণ শব্দ বাক্য আবিষ্কৃত হয়নি।
হজরত আবু উমামা (রহ.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আল্লাহতায়ালার রহমতের সবচেয়ে বেশি নিকটবর্তী যে প্রথমে সালাম দেয়।
নবিজিকে (সা.) কোনো সাহাবি অনেক চেষ্টা করেও কোনোদিন আগে সালাম দিতে পারেনি বলে প্রমাণ রয়েছে (বায়হাকি)।
সূত্র: সহিহ মুসলিম, হাদিস ২৮৪১; শরহে মুসলিম, নববী ১৭/১৭৮; মিরকাতুল মাফাতীহ ৮/৪৫৪, ৮/৪৬৭; রদ্দুল মুহতার ৬/৪১৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৭৮