ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ছয় জেলা নিয়ে গঠিত বৃহত্তর ময়মনসিংহ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মহাসচিব নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব নাসির -উদ-দৌলা।
আজ শনিবার (২৯সেপ্টেম্বর) সকালে মিরপুর ১৩ সেকশনে বৃহত্তর ময়মনসিংহ সমিতির নিজস্ব ভবনের কার্যালয়ে আয়োজিত সমিতির কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে মেয়াদ উত্তীর্ণ আগের কমিটি বিলুপ্ত করে নতুন উক্ত কমিটি গঠন করা হয়। সমিতির জৈষ্ঠ সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইউসুফ এর সভাপতিত্বে সভায় ৬ জেলার নেতৃবৃন্দ সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় বৃহত্তর ময়মনসিংয়ের টাঙ্গাইল জেলা সভাপতি সাবেক সচিব ইব্রাহিম হোসেন খান, নেত্রকোনা জেলা সমিতির জালাল উদ্দিন, ময়মনসিংহ জেলা সমিতির এসডি হুমায়ুন, শেরপুর জেলা সমিতির নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সমিতির মহাসচিব তোফায়েল কবির খান, প্রকৌশলী এশারফ হোসেন, এডভোকেট খলিলুর রহমানসহ ছয় জেলার ঢাকাস্থ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সাধারণ সদস্যদের মতামত নিয়ে আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতভাবে উক্ত কমিটি গঠন করা হয়।
আলোচনার মাধ্যমে ৬ জেলার সভাপতি সাধারণ সম্পাদক যৌথ বৈঠক করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়।