ঢাকা , বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভারতের হাইকমিশনার প্রবীণ ভার্মা আজ বুধবার (২ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়াও নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয় উল্লেখ করে উভয় পক্ষই নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনাকে সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও হাইকমিশনার বাণিজ্য, প্রকল্প ও জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে ভারতের হাইকমিশনের মাধ্যমে নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার গুরুত্বও আলোচনায় উঠে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ে এক সপ্তাহে কমিটি গঠন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
ভারতের হাইকমিশনার প্রবীণ ভার্মা আজ বুধবার (২ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়াও নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয় উল্লেখ করে উভয় পক্ষই নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনাকে সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও হাইকমিশনার বাণিজ্য, প্রকল্প ও জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে ভারতের হাইকমিশনের মাধ্যমে নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার গুরুত্বও আলোচনায় উঠে আসে।