ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাওন মাতুব্বর (২৪) ও তাজিন সরদার (১৯) নামে দুই বন্ধু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে খালিদ শেখ (১৭) নামে আরেক বন্ধু।

সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। নিহত ও আহত তিনজন বন্ধু বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন জানান, ট্রাকের ও মোটরসাইকেলের সংঘর্ষের প্রচণ্ড আওয়াজ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন ৩ আরোহী গুরুতর আহত অবস্থায় মহাসড়কে পরে আছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। ততক্ষণে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, “মোটরসাইকেলযোগে শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার তেল (অকটেন) ভরার জন্য ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যায়। গুরুতর আহত হয় শাওন ও খালিদ। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে ও মৃত ঘোষণা করে। অপরদিকে আহত খালিদের অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা গেছে। পরে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর শাওন মাতুব্বর মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

আপডেট টাইম : ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাওন মাতুব্বর (২৪) ও তাজিন সরদার (১৯) নামে দুই বন্ধু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে খালিদ শেখ (১৭) নামে আরেক বন্ধু।

সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। নিহত ও আহত তিনজন বন্ধু বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন জানান, ট্রাকের ও মোটরসাইকেলের সংঘর্ষের প্রচণ্ড আওয়াজ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন ৩ আরোহী গুরুতর আহত অবস্থায় মহাসড়কে পরে আছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। ততক্ষণে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, “মোটরসাইকেলযোগে শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার তেল (অকটেন) ভরার জন্য ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যায়। গুরুতর আহত হয় শাওন ও খালিদ। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে ও মৃত ঘোষণা করে। অপরদিকে আহত খালিদের অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা গেছে। পরে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর শাওন মাতুব্বর মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”