ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে এক বছর কারাভোগ করে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি জেলে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা হলেন- বাগেরহাট জেলার বাগেরহাট থানার কামরাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী শেখ (২১) একই গ্রামের ইসরাত খান (৪৮) একই গ্রামের বাবুল রশিদ (৪১), শ্রী পালতলা গ্রামের ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ রাসেল (৩৬) ও ঠেঙ্গামারী গ্রামের রাজু সরদার (৩১)।

ফেরত আসা মোহাম্মদ আলী বলেন, ২০২৩ সালের গত ২৩ ডিসেম্বর দুপুরে বাগেরহাটের মংলা সুন্দরবন দুবলারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করলে ভারতীয় কোস্ট গার্ড তাদেরকে আটক করে। আটকের পর কোস্ট গার্ড তাদেরকে কলকাতার দমদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানের পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত এক বছরের সাজা দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের সহযোগীতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার রাতে তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে এক বছর কারাভোগ করে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি জেলে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা হলেন- বাগেরহাট জেলার বাগেরহাট থানার কামরাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী শেখ (২১) একই গ্রামের ইসরাত খান (৪৮) একই গ্রামের বাবুল রশিদ (৪১), শ্রী পালতলা গ্রামের ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ রাসেল (৩৬) ও ঠেঙ্গামারী গ্রামের রাজু সরদার (৩১)।

ফেরত আসা মোহাম্মদ আলী বলেন, ২০২৩ সালের গত ২৩ ডিসেম্বর দুপুরে বাগেরহাটের মংলা সুন্দরবন দুবলারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করলে ভারতীয় কোস্ট গার্ড তাদেরকে আটক করে। আটকের পর কোস্ট গার্ড তাদেরকে কলকাতার দমদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানের পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত এক বছরের সাজা দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের সহযোগীতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার রাতে তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।