ছেলে সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এই ক্রিকেটার ও তার স্ত্রী মেহা প্যাটেল নিজেদের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন। অক্ষর জানান, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তারা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন।
অক্ষর ও মেহা প্যাটেল নিজেদের ইনস্টাগ্রামে এই সুখবরটি শেয়ার করে বলেছেন যে তাদের সন্তান ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে জন্মগ্রহণ করেছে। দুজনেই ছবির সঙ্গে একটি সুন্দর বার্তা পোস্ট করেছেন এবং তাদের শিশুর নাম প্রকাশ করেছেন। তাঁরা তাদের সন্তানের নাম রেখেছেন হাকশ প্যাটেল।
শেয়ার করা এক ছবি দিয়ে তারা বার্তায় লিখেছেন, ‘তিনি এখনও অফ সাইড লেগটি বুঝতে পারছেন, তবে আমরা তাকে নীল রঙে আপনাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। বিশ্ব, ভারতীয় দলের সবচেয়ে ছোট ভক্তকে স্বাগত জানাই। সে ভক্ত এবং আমাদের হৃদয়ের সবচেয়ে বিশেষ অংশ হাকশ প্যাটেল তোমায় স্বাগত। ১৯-১২-২০২৪।’
অক্ষর প্যাটেল পিতৃত্বকালীন ছুটিতে থাকায় বর্ডার-গাভাসকর ট্রফির জন্য নির্বাচিত হননি। চলতি সিরিজের কোনও টেস্ট ম্যাচের জন্য সেই কারণেই অক্ষরকে দলে নেওয়া হয়নি।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে অক্ষর প্যাটেলের বিয়ে হয়েছিল। একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেহাকে বিয়ে করেছিলেন অক্ষর প্য়াটেল।