ঢাকা ০৩:৪৮:২৮ এএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার তিস্তাপাড়ের মানুষের মতামত নিয়েই হবে মহাপরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ চলছে, আহত ৩০ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়: তারেক রহমান চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি চট্টগ্রামে হাসনাত-আরিফকে অবাঞ্ছিত ঘোষণা ১৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারে রহস্যজনক আগুন সুনামগঞ্জে মোবাইল মার্কেটে ৪৮ লাখ টাকার মালামাল চুরি বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করেছে: মিনু তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে পদযাত্রায় জনতার ঢল

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হয়ে অ্যামেলিয়ার ইতিহাস

আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’ জিতেছেন অ্যামেলিয়া কার। গত এক বছর ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এই স্বীকৃতি পেয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

অ্যামেলিয়া গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। এবার পেলেন আরও বড় স্বীকৃতি; নিউ জিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’ জেতা প্রথম ক্রিকেটার ২৪ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার।

২০২৪ সালের সেরা নারী ক্রিকেটারের নাম মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। যেখানে গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

শ্রীলংকার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে সেরার লড়াই জিতেছেন অ্যামেলিয়া।

এর আগে গত বছর ৯টি ওয়ানডে খেলেন অ্যামেলিয়া। এক ফিফটি ও ৩৩ গড়ে রান করেন ২৬৪ রান। বল হাতে ওভারপ্রতি ৫.১২ রান দিয়ে উইকেট নেন ১৪টি। সেরা বোলিং ৪২ রানে ৪ উইকেট। তবে ২০২৪ সালটা অ্যামেলিয়ার সবচেয়ে ভালো কাটে টি-টোয়েন্টিতে। নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। আসরে ৬ ম্যাচে ২৭ গড় ও ৯০ স্ট্রাইক রেটে করেন ১৩৫ রান। আর বোলিংয়ে ওভারপ্রতি ৪.৮৫ রান দিয়ে উইকেট নেন ১৫টি। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে যা সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে নায়ক হয়ে ওঠেন অ্যামেলিয়া। ৪টি চারে ৩৮ বলে ৪৩ রান করার পাশাপাশি কেবল ২৪ রান দিয়ে ৩টি শিকার ধরেন তিনি। ফাইনালের সেরার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন তিনি।

সব মিলিয়ে গত বছর ১৮ টি-টোয়েন্টিতে অ্যামেলিয়া করেন ৩৮৭ রান। উইকেট নেন ২৯টি, মেয়েদের টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হয়ে অ্যামেলিয়ার ইতিহাস

আপডেট টাইম : ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’ জিতেছেন অ্যামেলিয়া কার। গত এক বছর ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এই স্বীকৃতি পেয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

অ্যামেলিয়া গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। এবার পেলেন আরও বড় স্বীকৃতি; নিউ জিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’ জেতা প্রথম ক্রিকেটার ২৪ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার।

২০২৪ সালের সেরা নারী ক্রিকেটারের নাম মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। যেখানে গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

শ্রীলংকার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে সেরার লড়াই জিতেছেন অ্যামেলিয়া।

এর আগে গত বছর ৯টি ওয়ানডে খেলেন অ্যামেলিয়া। এক ফিফটি ও ৩৩ গড়ে রান করেন ২৬৪ রান। বল হাতে ওভারপ্রতি ৫.১২ রান দিয়ে উইকেট নেন ১৪টি। সেরা বোলিং ৪২ রানে ৪ উইকেট। তবে ২০২৪ সালটা অ্যামেলিয়ার সবচেয়ে ভালো কাটে টি-টোয়েন্টিতে। নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। আসরে ৬ ম্যাচে ২৭ গড় ও ৯০ স্ট্রাইক রেটে করেন ১৩৫ রান। আর বোলিংয়ে ওভারপ্রতি ৪.৮৫ রান দিয়ে উইকেট নেন ১৫টি। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে যা সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে নায়ক হয়ে ওঠেন অ্যামেলিয়া। ৪টি চারে ৩৮ বলে ৪৩ রান করার পাশাপাশি কেবল ২৪ রান দিয়ে ৩টি শিকার ধরেন তিনি। ফাইনালের সেরার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন তিনি।

সব মিলিয়ে গত বছর ১৮ টি-টোয়েন্টিতে অ্যামেলিয়া করেন ৩৮৭ রান। উইকেট নেন ২৯টি, মেয়েদের টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ।