ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে, সে চেষ্টা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে, সে চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়ে নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা ২৯ মিলিয়ন ডলার নিয়ে তদন্ত করা হবে কি না, জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে অর্থ এলে এবং তা সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই। আপত্তি থাকার বিষয় নেই। কী উদ্দেশে এই অর্থ খরচ হয়েছে তা দেখার বিষয়। খারাপ উদ্দেশে হলে সেটা দেখা হবে। এনজিও ব্যুরো যদি কোনো সমস্যা পায়, তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।’

আগামী জুনে বাজেট পাস হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী জুনেই বাজেট হবে। তার আগে স্টেকহোল্ডার ব্যবসায়ী, অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করা হবে। পরে অন্য সরকার গঠিত হলে প্রয়োজন অনুযায়ী রিভাইজ করবে। অন্তর্বর্তী সরকারও অনেকক্ষেত্রে করেছে।’

তিনি বলেন, ‘আসছে বাজেটে যারা ট্যাক্স দেয় তাদের ওপর চাপ নয়, যারা দেয় না তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার বিষয়ে জোর দেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে, সে চেষ্টা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে, সে চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়ে নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা ২৯ মিলিয়ন ডলার নিয়ে তদন্ত করা হবে কি না, জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে অর্থ এলে এবং তা সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই। আপত্তি থাকার বিষয় নেই। কী উদ্দেশে এই অর্থ খরচ হয়েছে তা দেখার বিষয়। খারাপ উদ্দেশে হলে সেটা দেখা হবে। এনজিও ব্যুরো যদি কোনো সমস্যা পায়, তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।’

আগামী জুনে বাজেট পাস হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী জুনেই বাজেট হবে। তার আগে স্টেকহোল্ডার ব্যবসায়ী, অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করা হবে। পরে অন্য সরকার গঠিত হলে প্রয়োজন অনুযায়ী রিভাইজ করবে। অন্তর্বর্তী সরকারও অনেকক্ষেত্রে করেছে।’

তিনি বলেন, ‘আসছে বাজেটে যারা ট্যাক্স দেয় তাদের ওপর চাপ নয়, যারা দেয় না তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার বিষয়ে জোর দেওয়া হবে।’