আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসপিসহ পুলিশের ১২৭ শীর্ষ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ।
এ মাসের ২৬ তারিখ চারদিনের সফরে চীন যাচ্ছেন তিনি। ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সফরে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে ২৮ মার্চ।
রবিবার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আর উপপ্রেস সচিব জানিয়েছেন, অধিভুক্ত সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সাত কলেজের প্রতিনিধিদের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন পাবে বিশ্ববিদ্যালয়টি।
প্রেসসচিব জানান, চীন সফরে বিনিয়োগ ও বাংলাদেশে শিল্প স্থানান্তরের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার।