ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্নেক আইল্যান্ডে’ ঢুকলেই জড়িয়ে ধরবে বিষাক্ত সাপ! ( ভিডিও)

বাঙালী কণ্ঠ নিউজঃ ব্রাজিলের সাও পাওলো থেকে প্রায় ৯০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপে হাঁটতে গেলেই আপনার পা জড়িয়ে ধরবে বিষাক্ত সাপ! যদিও সেখানে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। সাধারণ পর্যটকদের সেখানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা আছে।

কেবল সাপ বিশেষজ্ঞরা গবেষণার কাজে যেতে পারেন এই দ্বীপে।

সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি পরিচিত ‘স্নেক আইল্যান্ড’ নামে।  আর হবে নাই বা কেন। সর্প বিশেষজ্ঞদের ধারনা, ১১০ একরের এই দ্বীপে  রয়েছে ৪০০০-এরও বেশি সাপ! মোটামুটি ধরে নেওয়া যায়, প্রতি ৬ বর্গ গজ অঞ্চলে রয়েছে একটি করে সাপ।  ব্রাজিল বিশ্বকাপের সময়ে একটি পত্রিকায় রসিকতা করে বলা হয়েছিল, স্পেনের মিডফিল্ডে যত ফুটবলার রয়েছে এখানে তার থেকে ঢের বেশি সাপ রয়েছে। আর সাপগুলি মোটেই যে সে সাপ নয়। বলা যেতে পারে সাক্ষাৎ মৃত্যুদূত। গোল্ডেন লেন্সহেড নামের প্রচণ্ড বিষাক্ত সাপটি সারা পৃথিবীর মধ্যে কেবলমাত্র এখানেই পাওয়া যায়। এই সাপটির বিষ যে কোন বিষাক্ত সাপের থেকে অনেকগুণ বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

স্নেক আইল্যান্ডে’ ঢুকলেই জড়িয়ে ধরবে বিষাক্ত সাপ! ( ভিডিও)

আপডেট টাইম : ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ব্রাজিলের সাও পাওলো থেকে প্রায় ৯০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপে হাঁটতে গেলেই আপনার পা জড়িয়ে ধরবে বিষাক্ত সাপ! যদিও সেখানে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। সাধারণ পর্যটকদের সেখানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা আছে।

কেবল সাপ বিশেষজ্ঞরা গবেষণার কাজে যেতে পারেন এই দ্বীপে।

সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি পরিচিত ‘স্নেক আইল্যান্ড’ নামে।  আর হবে নাই বা কেন। সর্প বিশেষজ্ঞদের ধারনা, ১১০ একরের এই দ্বীপে  রয়েছে ৪০০০-এরও বেশি সাপ! মোটামুটি ধরে নেওয়া যায়, প্রতি ৬ বর্গ গজ অঞ্চলে রয়েছে একটি করে সাপ।  ব্রাজিল বিশ্বকাপের সময়ে একটি পত্রিকায় রসিকতা করে বলা হয়েছিল, স্পেনের মিডফিল্ডে যত ফুটবলার রয়েছে এখানে তার থেকে ঢের বেশি সাপ রয়েছে। আর সাপগুলি মোটেই যে সে সাপ নয়। বলা যেতে পারে সাক্ষাৎ মৃত্যুদূত। গোল্ডেন লেন্সহেড নামের প্রচণ্ড বিষাক্ত সাপটি সারা পৃথিবীর মধ্যে কেবলমাত্র এখানেই পাওয়া যায়। এই সাপটির বিষ যে কোন বিষাক্ত সাপের থেকে অনেকগুণ বেশি।