বাঙালী কণ্ঠ নিউজঃ হিরো এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ও ভারত খেলছে ‘এ’ গ্রুপে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে দল দুটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ভারতের বিপক্ষে ভাল খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে আছে ভারত। বিশ্ব র্যাংকিং এ ৬ নম্বর দল তারা। আর বাংলাদেশের অবস্থান ৩৪ নম্বরে।
টুর্নামেন্টের ৮ দলের মধ্যে সবচেয়ে পিছিয়েও আছে তারা। সেই হিসাবে এই ম্যাচটি সবচেয়ে শক্তিশালী দলের সাথে সবচেয়ে দুর্বল দলের খেলা।
শক্তিমত্তার বিচারে কথাটির সত্যতা অস্বীকার করার উপায়ও নেই। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হেরেছে পাকিস্তানের কাছে। সেই ম্যাচে বাংলাদেশ গোল করার সুযোগ পেয়েছিল মাত্র একটি। অধিনায়ক জিমির শট সাইডবারে লেগে ফিরলে গোলবঞ্চিত হয় দল। ওই একটিই সুযোগ। শেষ পর্যন্ত বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
আর নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও জাপানের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে মানপ্রিত সিংয়ের ভারত। তাই শক্তিশালী ভারতের বিপক্ষে ভাল খেলার চেষ্টাই করবে বাংলাদেশ।
কোচ মাহবুব হারুণের মতে খেলোয়াড়রা নির্দেশনা অনুযায়ী খেলতে না পারায় পাকিস্তানের বিপক্ষে এভাবে হারতে হয়েছে বাংলাদেশকে।
অধিনায়ক জিমি অবশ্য আশা করছেন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি হবে না।
তবে ভারতের অন্যতম সেরা খেলোয়াড় সরদার সিং বলেছেন তারা প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না। নিজেদের খেলার আরো উন্নতি করার চেষ্টা করছেন তারা।
দিনের প্রথম খেলায় র্যাংকিং এর ১৪ নম্বর দল পাকিস্তান খেলবে ১৭ নম্বর দল জাপানের বিপক্ষে। বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি।