ঢাকা , শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য মাতিয়ে কানাডার পথে ইমরান

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বের যতোগুলো দেশে প্রবাসী বাংলাদেশীর বসবাস তারমধ্যে যুক্তরাজ্যের ল-ন অন্যতম একটি শহর। আর এই শহরের টাওয়ার হ্যামলেটে বৈশাখী মেলাতে গান গাওয়ার জন্য নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের এই সময়ের সেরা কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তার পুরো টিমই সেখানে পারফর্ম করার জন্য গিয়েছিলেন।

৩০ জুন বিকেলে টাওয়ার হ্যামলেট’র হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানা এক ঘন্টা সঙ্গীত পরিবেশন করেন ইমরান। নিজের গানই সবচেয়ে বেশি গেয়েছেন বলে মুঠোফোনে ল-ন থেকে জানান ইমরান। ইমরান যখন একের পর এক ‘দিল দিল’, ‘এমন একটা তুমি চাই’, ‘ওহে শ্যাম’, ‘মন খারাপের দেশে’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘এ জীবনে যারে চেয়েছি’সহ আরো অন্যগান গুলো গাইছিলেন তখন ৫০ হাজারেরও বেশি দর্শক শ্রোতার মধ্যে ইমরানের গানের মুগ্ধতা যেন সবাইকে আবিষ্ট করে রাখে।

টানা এক ঘন্টা ইমরান গান গাইবার পরও শ্রোতা দর্শকেরা তাকে বারবার অনুরোধ করছিলেন গান পরিবেশনা চালিয়ে নিয়ে যাবার জন্য। কিন্তু সময়ের নিয়মেই ইমরানকে মঞ্চ ত্যাগ করতে হয় দর্শকের অনুরোধ থাকার পরও। ইমরান বলেন,‘ আমার জীবনের অন্যতম সেরা একটি কনসার্ট ছিলো এটি। জমজমাট আয়োজনে আমরা সঙ্গীত পরিবেশন করেছি। ল-নের সবচেয়ে বড় বৈশাখী মেলা এটি যার আয়োজন এখানকার ব্রিটিশ মেয়র। শুধু প্রবাসী বাঙ্গালীরাই নন সেখানকার স্থানীয়রাও আমার সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ হন।

সত্যইি অসাধারণ একটি কনর্সাট ছলি!মনে হচ্ছলি বাংলাদশেইে আছি! লন্ডনরে শহরে ছোট্ট একটি বাংলাদশেরে টুকরো ! যারা কষ্ট করে এই প্রোগ্রামটি দখেতে এসছেনে তাদরে সকলকে ভালোবাসা কৃতজ্ঞতা! আপনারা ছাড়া এই প্রোগ্রাম সফল করা সম্ভব হতো না! সবার অনেক অনেক ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। এই মুগ্ধতার রেশ দীর্ঘদিন আমার জীবনে বয়ে নিয়ে যাবো আমি।’ এদিকে ল-নে শো শেষে ইমরান কানাডার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ১ জুলাই কানাডিয়ান দিবসে তিনি সেখানে সঙ্গীত পরিবেশন করবেন। সেখান থেকেই তিনি ঢাকা ফিরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্য মাতিয়ে কানাডার পথে ইমরান

আপডেট টাইম : ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বের যতোগুলো দেশে প্রবাসী বাংলাদেশীর বসবাস তারমধ্যে যুক্তরাজ্যের ল-ন অন্যতম একটি শহর। আর এই শহরের টাওয়ার হ্যামলেটে বৈশাখী মেলাতে গান গাওয়ার জন্য নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের এই সময়ের সেরা কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তার পুরো টিমই সেখানে পারফর্ম করার জন্য গিয়েছিলেন।

৩০ জুন বিকেলে টাওয়ার হ্যামলেট’র হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানা এক ঘন্টা সঙ্গীত পরিবেশন করেন ইমরান। নিজের গানই সবচেয়ে বেশি গেয়েছেন বলে মুঠোফোনে ল-ন থেকে জানান ইমরান। ইমরান যখন একের পর এক ‘দিল দিল’, ‘এমন একটা তুমি চাই’, ‘ওহে শ্যাম’, ‘মন খারাপের দেশে’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘এ জীবনে যারে চেয়েছি’সহ আরো অন্যগান গুলো গাইছিলেন তখন ৫০ হাজারেরও বেশি দর্শক শ্রোতার মধ্যে ইমরানের গানের মুগ্ধতা যেন সবাইকে আবিষ্ট করে রাখে।

টানা এক ঘন্টা ইমরান গান গাইবার পরও শ্রোতা দর্শকেরা তাকে বারবার অনুরোধ করছিলেন গান পরিবেশনা চালিয়ে নিয়ে যাবার জন্য। কিন্তু সময়ের নিয়মেই ইমরানকে মঞ্চ ত্যাগ করতে হয় দর্শকের অনুরোধ থাকার পরও। ইমরান বলেন,‘ আমার জীবনের অন্যতম সেরা একটি কনসার্ট ছিলো এটি। জমজমাট আয়োজনে আমরা সঙ্গীত পরিবেশন করেছি। ল-নের সবচেয়ে বড় বৈশাখী মেলা এটি যার আয়োজন এখানকার ব্রিটিশ মেয়র। শুধু প্রবাসী বাঙ্গালীরাই নন সেখানকার স্থানীয়রাও আমার সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ হন।

সত্যইি অসাধারণ একটি কনর্সাট ছলি!মনে হচ্ছলি বাংলাদশেইে আছি! লন্ডনরে শহরে ছোট্ট একটি বাংলাদশেরে টুকরো ! যারা কষ্ট করে এই প্রোগ্রামটি দখেতে এসছেনে তাদরে সকলকে ভালোবাসা কৃতজ্ঞতা! আপনারা ছাড়া এই প্রোগ্রাম সফল করা সম্ভব হতো না! সবার অনেক অনেক ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। এই মুগ্ধতার রেশ দীর্ঘদিন আমার জীবনে বয়ে নিয়ে যাবো আমি।’ এদিকে ল-নে শো শেষে ইমরান কানাডার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ১ জুলাই কানাডিয়ান দিবসে তিনি সেখানে সঙ্গীত পরিবেশন করবেন। সেখান থেকেই তিনি ঢাকা ফিরবেন।